পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় বিশ্ব বন্য প্রাণী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে পাথরঘাটা বন বিভাগ আজ সকাল দশটার সময় উপজেলা পরিষদ থেকে একটি রেলি বের করেন। বেলা ১১ টার সময় উপজেলা পরিষদের সভা কক্ষে রেলি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেইন মোহাম্মদ আল মুজাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। বক্তব্য রাখেন পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক , ওয়াইল্ড টিমের শরণখোলা রেঞ্জের সমন্বয়ক আলম হাওলাদার, পাথরঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ খালেক প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল তালুকদার,সাংবাদিক ইমাম হসেন নাহিদ ও প্রথম আলো প্রতিনিধি আমিন সোহেল।

(এটি/এসপি/মার্চ ০৩, ২০২২)