মৌলভীবাজার প্রতিনিধি : শ্রীমঙ্গল শহরতলির জেটি রোড থেকে ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একদল কর্মী অক্ষত অবস্থায় সাপটি ধরতে সক্ষম হয়।

সাপটি বর্তমানে বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের শ্রীমঙ্গলস্থ চিড়িয়াখানায় রয়েছে।

ফাউন্ডেশনের পরিচালক সিতেশ রঞ্জন দেব জানান, জেটি রোডের জৈনকা ছড়ার পাড়ের আব্দুল মালিকের বসত ঘরের পাশের বাঁশঝাড়ে সাপটিকে দেখতে পান স্থানীয়রা। তখন আতঙ্কিত এলাকাবাসী লাঠিসোটা নিয়ে সাপটি মারতে চেষ্টা করেন। লোক মারফতে তিনি বিষয়টি জানতে পেরে সেবা ফাউন্ডেশনের একদল কর্মীকে সেখানে পাঠান। এরপর ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বাঁশঝাড় থেকে অজগরটিকে নামিয়ে আনা হয়। এরপর সাপটিকে বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চিড়িয়াখানায় রাখা হয়।

তিনি আরও জানান, অজগর সাধারণত মাছ, ব্যাঙ, কীটপতঙ্গ ইত্যাদি খেয়ে থাকে। পাহাড়ি অঞ্চলে এ সব খাদ্য সঙ্কট রয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিনের পাহাড়ি ঢলে সাপটি পানির তোড়ে এখানে ভেসে এসেছে।

গত কয়েক দিনে আশপাশের এলাকায় আরও তিনটি অজগর ধরা পড়েছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২৪, ২০১৪)