প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা (৪ মার্চ) শনিবার দিবাগত রাতে থানা পুলিশ এর বিশেষ অভিযানে ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে। 

আলিমুজ্জান, বিপিএম, পুলিশ সুপার ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনায়, সিনিয়র পুলিশ সুপার নগরকান্দা সার্কেল সুমিনুর রহমানের নেতৃত্বে নগরকান্দা থানার এসআই কিবরিয়ার সহ আন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে নগরকান্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে উপজেলার লস্করদিয়া ইউনিয়ন লস্করদিয়া গ্রামের পাচু মেম্বারের পুকুর পাড়ি থেকে জুয়া খেলা ৭ জন জুয়ারি কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হল- মোঃ কবির ফকির (৩৮), দেলোয়ার হোসেন (৬০) আকবর আলী (৪৫) বাবুল মোল্লা (৩২) মুক্তার উদ্দিন (৬০) মিরাজ শেখ (২৬) কাউছার মোল্লা (৬০) গ্রেফতার করে।

এ সময় পাচু মোল্লা (৪০)পিতা ফটিক মোল্লা, সাং লস্করদিয়া, ছেয়া ফকির (৪৫)পিতা অসিম ফরিক,সাং শশা, কুদ্দুস ফকির (৫৫) পিতা ফটিক মোল্লা, সাং শাকপালদিয়া তারা খেলা থেকে পালিয়ে যায়। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন ৭ জন আসামি কে গ্রেফতার করি তাদের কোর্টে প্রেরন করা হয়েছে।

(পিবি/এসপি/মার্চ ০৫, ২০২২)