মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরার মহম্মদপুর উপজেলার উরুড়া গ্রামে দুই মেম্বর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের হামলা ও পুলিশের সর্ট গানের গুলিতে ১০ জন আহত হয়েছে। এ সময় ৫টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। আহতদের মাগুরা ১০ জনকে মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বর মনিরুল ইসলাম ও সাবেক মেম্বর লিয়াকত মোল্লার সংর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুইদিন আগে স্থানীয়ভাবে ওয়াজ মহফিল আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের এক পর্যায়ে শনিবার সকাল ১০ টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে কয়েক রাউন্ড রাবার বুলেট ও সট গানের গুলি নিক্ষেপ করে। আহতদের মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী সংঘাত এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ইসলাম মোল্লা ও শহিদুল ইসলাম নামে দুই গ্রামবাসীর আভিযোগ মনিরুল মেম্বর অর্তকিতে সাবেক মেম্বর লিয়াতক মোল্লার লোকদের উপর হামলা করেছে। একইভাবে পুলিশ এনে লিয়াকতের সমর্থকদের উপর গুলি চালিয়েছে। প্রতিপক্ষ তাদের ৫ টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে।

মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান জানান, সংঘর্ষে ১০-১২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আহতরা রাবার বুলেট ও সর্ট গানের গুলিতে আহত হয়েছেন। তবে হাসপাতালে ভর্তি সকলেই শঙ্কামুক্ত।

(এমএল/এসপি/মার্চ ০৫, ২০২২)