আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সবুজ বোরো ক্ষেত দেখে সোনালী ফসলের স্বপ্ন দেখা কৃষকের ক্ষেতে ইদুরের উপদ্রবে কৃষকের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। ফলে চরম বিপাকে পরেছেন জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা।

সরেজমিনে গৌরনদী উপজেলার গেরাকুল, মাহিলাড়া, হাপানিয়া ও আশোকাঠী এলাকার একাধিক কৃষকরা জানান, বোরো ক্ষেতে ইঁদুরের আক্রমন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সবুজ ধান গাছের গোড়াগুলো ইঁদুর কেটে দিচ্ছে। ইঁদুরের আক্রমন ঠেঁকাতে ফাঁদ, ওষুধ কিংবা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেও উপদ্রব থেকে রক্ষা পাওয়া যাচ্ছেনা। এমনকি ইঁদুর নিধনে মাঠপর্যায়ে স্থানীয় কৃষি অফিস থেকে কৃষকদের পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছেনা। কৃষকরা আরও জানান, এভাবে ইঁদুরের আক্রমন চলতে থাকলে ফলন বিপর্যয়ের আশংকা রয়েছে। তাই কৃষি বিভাগ থেকে ইঁদুর নিধনে সমন্বিত উদ্যোগ গ্রহনের জন্য কৃষকরা জোর দাবী করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানান, ইঁদুর নিধনে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ প্রদান করা হচ্ছে। কৃষকদের সচেতনতা সৃষ্টির জন্য মাঠপর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কৃষি কর্মকর্তার বক্তব্যের সাথে মাঠপর্যায়ে কোন মিল পাওয়া যায়নি। কৃষকরা অভিযোগ করেন, পরামর্শতো দূরের কথা এখন পর্যন্ত কোন কৃষি কর্মকর্তাকে মাঠপর্যায়ে পাওয়া জায়নি।

(টিবি/এসপি/মার্চ ০৫, ২০২২)