দিলীপ চন্দ, ফরিদপুর : “দুনিয়ার মজদুর এক হও” স্লোগানকে সামনে রেখে কৈজুরী ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের বর্ধিত সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৩টায় ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা কবি জসিমউদদীন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় কোতোয়ালি থানা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, ফরিদপুর জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোঃ নাছির।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব ও নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ ইমান আলী মোল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক লীগের কোতোয়ালি থানা শাখার সদস্য সচিব মোঃ মিঠু মিয়া।

এ সময় জেলা শ্রমিক লীগ সহ কোতোয়ালি ও স্থানীয় নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সভায় প্রধান বক্তা ইমান আলী মোল্লা বলেন, জাতীয় শ্রমিক লীগের কোন কমিটি পকেট কমিটি হবে না। নের্তৃত্ব দিতে যোগ্য হিসেবে যিনি সম্মুখে থাকবেন তিনি কমিটিতে নেতা হিসেবে বিবেচিত হবে। ফরিদপুরে বিগত কমিটিতে তিনজন ছাড়া কাওকেই নের্তৃত্ব দিতে দেখা যেত না। বর্তমান সময়ে নতুন কমিটি হওয়ায় তার রুপ বদলে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে মিলেমিশে কাজ করতে বলেন। এ সময় দেশের উন্নয়নের কথা তুলে ধরেন। আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিবেন তাকে জয়ী করতে শ্রমিক লীগ কাজ করবে। আমরা কারো ব্যক্তিগত লোক হিসেবে কাজ করবো না। দলের জন্য কাজ করে যাবো।

এ সভায় প্রধান অতিথি গোলাম নাছির বলেন, আমরা আওয়ামী লীগের নের্তৃত্বে দলকে শক্তিশালী করতে রাজনীতি করি। শ্রমিক লীগ কারো তাবেদারি করে না। আমার নামে অনেক মামলা করেছে তবুও রাজনীতি ছাড়ি নাই। শামিম হকের পতাকাতলে থেকে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে সকলকে মিলেমিশে কাজ করতে আহবান জানান।

জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য দুলাল নবগঠিত কৈজুরী ইউনিয়ন শ্রমিক লীগের ৩১ সদস্য আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কৈজুরী ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক নান্নু চোকদার ও সদস্য সচিব মোঃ রিপন খাঁন।

(ডিসি/এসপি/মার্চ ০৫, ২০২২)