খুলনা প্রতিনিধি : খুলনার ফুলতলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আল্লাহর দল’র জেলা শাখার প্রধানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে চারটি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রপন্থায় উসকানিমূলক বই, ডায়েরি ও খাতাপত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার চাঁদপুর গ্রামের আহম্মেদের মালিকানাধীন একটি মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে পারভেজ হোসেন (২৬) আল্লাহর দলের খুলনা জেলা শাখার প্রধান। বাকি চারজন হলেন- আব্দুর রহিম (২৭), মো. সেলিম হোসেন (২৩), আলী হোসেন (২৪) ও বিশ্বজিৎ দেবনাথ ওরফে মাহিন হোসেন (২৮)।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস ফকির জানিয়েছেন, গভীর রাতে উপজেলার চাঁদপুর গ্রামে একটি মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের কেন্দ্রীয় প্রধান মতিন মেহেদী আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং তিনি বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন বলে ওসি ইলিয়াস জানিয়েছেন।

(ওএস/এনডি/সেপ্টেম্বর ২৪, ২০১৪)