রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে নিজবাড়িতে ফেরার সময় অসতর্ক অবস্থায় রাস্তা পার হওয়া এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন মেহেদী হাসান (১৭) নামে এক ছাত্রলীগ নেতা। এ সময় বাদশা নামে ৭০ বছরের ওই বৃদ্ধটিও গুরুতর আহত হয়েছেন।

নিহত মেহেদী হাসান উপজেলার ঝাড়কাটা এলাকার তোতা চৌধুরীর ছেলে। তিনি ঝাড়কাটা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়তেন। সেই সঙ্গে ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। আহত বৃদ্ধ বাদশা মোমেনাবাদ গ্রামের মৃত কুব্বাত আলীর ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা-মাহমুদপুর সড়কের ঝাড়কাটা বাজার ব্রিজে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেল যোগে সকাল সাড়ে ১০টার দিকে বালিজুড়ী বাজার থেকে নিজবাড়িতে যাচ্ছিলেন মেহেদী। তিনি ঝাড়কাটা ব্রিজে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ওই বৃদ্ধকে বাঁচাতে মোটরসাইকেলে হার্ডব্রেক কষলে চালক মেহেদী ব্রিজের রেলিংয়ের উপর ছিটকে পড়েন। মোটরসাইকেলটি বৃদ্ধের সাথে ধাক্কা লাগে। এতে তারা দুজনেই মাথায় গুরুতর আঘাত পান। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যয়। কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধ বাদশার অবস্থা আংশকাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

মাদারগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী বলেন, দুর্ঘটনার বিষয়টি এখনো আমরা জানতে পারিনি। খোঁজ নিচ্ছি।

এদিকে ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের মৃত্যুতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক মো. সুজন হাসান শোক প্রকাশ করেছেন।

(আরআর/এসপি/মার্চ ০৬, ২০২২)