দিনাজপুর প্রতিনিধি : প্রখর রোদ্র আর তীব্র তাপদাহের ফলে দিনাজপুরে রেললাইন বেঁকে যাওয়ায় ট্রেন চলাচল বিঘ্ন ঘটেছে। পাশাপাশি তীব্র রোদ্রের কারনে বিভিন্ন স্থানে রেললাইন বেঁকে যাওয়ার আশংকায় ধীর গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

পার্বতীপুর রেল জংশন স্টেশনের সুইচ কেবিনের (রিলে ইন্টারলকিং) দায়িত্বরত সহকারী স্টেশন মাস্টার লুৎফর রহমান জানান, প্রখর রোদ্র আর তাপদাহের ফলে শুক্রবার বেলা একটার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথের খোলাহাটি রেল স্টেশনের কাছে ১শ মিটার রেলপথের রেল লাইন বাঁকা হয়ে যায়। এর ফলে ওই রূটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রংপুর পি.ডাব্লিউ (রেলপথ) অফিসের লোকজন রেল লাইনের উপর পানি ঢেলে রেলপথ স্বাভাবিক করলে বেলা আড়াইটা থেকে ওই রুটে আবার ট্রেন চলাচল শুরু করে।
রেলের পশ্চিমজোনের লালমনিরহাট ডিভিশনের বিভাগীয় প্রকৌশলী (ডিইএন) আহসান জাবির ও পার্বতীপুর পি.ডাব্লিউ (পথ) অফিসের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবিব জানান-প্রখর সূর্যের তাপে দুপুর ১২টা থেকে বেলা ৩টার পর্যন্ত রেলপথের তাপমাত্রা অনেক বেড়ে যাচ্ছে।ওই সময়ে রেলওয়ের তাপমাত্রা ছিলো ৫০ ডিগ্রী সেলসিয়াস।

দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ পারভেজ জানান, প্রখর রোদের কারনে পার্বতীপুর-রংপুর রূটে লাইন বেঁকে যাওয়ায় ট্রেন চলাচলে বিঘœ ঘটলেও পার্বতীপুর-দিনাজপুর রূটে এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। তবে উর্দ্ধতন কর্তৃপক্ষ পার্বতীপুর রেলওয়ে জংশনকে ৪০ মিটারের উর্দ্ধগতিতে ট্রেন না চালানোর নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।
এদিকে রেলওয়ের চালকরা বলছেন বিভিন্ন স্থানে লাইন বেঁকে যাওয়ায় আশংকায় তারা ধীর গতিতে ট্রেন চালাচ্ছেন।

(এটি/এটি/এপ্রিল ২৫, ২০১৪)