কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : "শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা" " টেকসই আগামীর জন্য জেণ্ডার সমতাই আজ অগ্রগণ্য" এই প্রতিপাদ্যকে নিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাউদ্দিন, উপজেলা পশু কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র সরকার, কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষক অমিয় কুমার শীল প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ কাকলী। আলোচনা সভাটি সঞ্চালনা করেন, প্রশিক্ষক মিলি দাস।

(কেএফ/এসপি/মার্চ ০৮, ২০২২)