আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আসন্ন দুর্গা পুজা ও ঈদ-উল-আযহাকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা গতকাল বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র সভাপতিত্বে সভায় আসন্ন দুর্গা পুজা ও ঈদ-উল-আযহায় উপজেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য মাদকের প্রভাব বিস্তার রোধে করনীয় ও মাদক বিরোধী অভিযান জোরদার করার বিস্তারিত আলোচনা করা হয়। সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, তার থানায় জনবল কাঠামো কম থাকায় জেলায় অতিরিক্ত পুলিশ চাওয়া হবে।

পুজার জন্য তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরির কথাও জানান তিনি। সভায় সম্প্রতি স্থানীয় সুদি সমিতির সুদের টাকার জন্য কথিত ঈদ বোনাস সমিতির সদস্যরা দক্ষিণ গৈলা গ্রামের মনোরঞ্জন ঢালীর বসত ঘরের চালাসহ তার সকল মালামাল লুট করে নিয়ে যায়। এমন খবরে সভায় উদ্বেগ প্রকাশ করে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাঙ্গের ছাতার মত গড়ে ওঠা বিভিন্ন নামের সমিতি ও তাদের কর্যক্রম সম্পর্কে খোজ খবর নেয়ার জন্য উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। তারা বিভিন্ন ঈদ বোনাস নামের কথিত সুদি সমিতির প্রতিবেদন দেয়ায সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জসীম সরদার, আ’লীগ সভাপতি ইউসুফ মোল্লা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উদ্দিন সরদার, ইউএইচএএফপিও ডা. সেলিম মিয়া, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কেএম আজাদ রহমান, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আবুল হোসেন লাল্টু, গোলাম মোস্তফা সরদার এনজিও প্রতিনিধি কাজল দাস গুপ্ত প্রমুখ।

(টিবি/এএস/সেপ্টেম্বর ২৪, ২০১৪)