পাথরঘাটা প্রতিনিধি : জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়েছে। “মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এ শ্লোগান নিয়ে প্লান বাংলাদেশের সহযোগিতায় ও সাউথ এশিয়া পার্টনারশিপের ব্যবস্থাপনায় এবং পাথরঘাটা উপজেলা পরিষদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে র‌্যালি আলোচনা সভা ও দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়।

এতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কর্মী, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, ফায়ার সার্ভিস কর্মী, সাউথ এশিয়া পার্টনারশিপের কর্মী, আনসার ভিডিপি কর্মী, এনজিও কর্মী ও স্থানীয় শিক্ষার্থীরা অংশ নেন

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ এর সভাপতিত্বে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন, পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা থানার ওসি মো. আবুল বাশার, পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. জাবির হোসেন, পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মোকছেদুল আলম, বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাউথ এশিয়া পার্টনারশিপের উপজেলা প্রকল্প সমন্বয়কারী আব্দুস সালাম ও পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল তালুকদার প্রমুখ।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কে র‌্যালি শেষে পাথরঘাটা উপজেলা পরিষদ মাঠে আগুন থেকে নিরাপদ থাকতে মহড়া দেন পাথরঘাটা ফায়ার সার্ভিস কর্মীরা

(এটি/এসপি/মার্চ ১০, ২০২২)