এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করে তার কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। বুধবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া উলুকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. হানিফ (৫০) বিশনন্দী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য। মূমুর্ষূ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মো. হানিফ মেম্বার জানান, ওই সময় তিনি আড়াই লাখ টাকা নিয়ে বিশনন্দী গরুর হাট থেকে তার বাড়িতে ফিরছিলেন। পথে মেঘনা নদীর পাড়ে তার বাড়ি সংলগ্ন রাস্তায় তাকে পথ রোধ করে পরাজিত প্রার্থী একই গ্রামের রমিজউদ্দীনের ছেলে নয়ন (৪৫), সুন্দর আলীর ছেলে বাছেদ (৪০) ও অজ্ঞাত ৮-১০ জন সন্ত্রাসী। তারা হানিফকে ধারালো অস্ত্র দিয়ে হাত-পা সহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে মারাত্মকভাবে আহত করে। এসময় হামলাকারীরা সন্ত্রাসীরা লোহার রড দিয়ে পিটিয়ে তার একটি হাত ও একটি পা ভেঙ্গে দিয়ে তার সঙ্গে থাকা নগদ আড়াই লাখ টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এসময় তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত ইউপি সদস্য মো. হানিফকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. আরিফ ভূঁইয়া তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এমও/এএস/মার্চ ১০, ২০২২)