নারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় জমি ও বালু ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে ওই বিরোধের জের ধরে শরীফ মিয়ার সঙ্গে মাহাবু মিয়ার বাকবিতন্ডা হয়। পরে তারা সংঘর্ষে লিপ্ত হয়। আহতরা হলেন- শরীফ মিয়া (২৫), মাহাবুব (২৪), বাদল মিয়া (৩০), স্বপন মিয়া (২২), দুলাল মিয়া (২৮), সোবহান মিয়া (২৭), রনি (২৪), আরিফ হোসেন (২৯), আলমগীর হোসেন (২৬) ও মাসুম (৩০))। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, জমি ও বালুর ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে জাঙ্গীর এলাকার শরীফ মিয়ার সঙ্গে মাহাবুব মিয়ার বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে উভয় গ্রুপের লোকজন লাঠিসোঠা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ওই ১০ জন আহত হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। (ওএস/এইচআর/এপ্রিল ২৬, ০১৪)