নূরুল আমিন খোকন, ফেনী : ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে একযোগে মশা নিধনের কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।

রবিবার (১৩ মার্চ) বিকালে ফেনী পৌর চত্বরে ও ফেনী সরকারি কলেজের কম্পাউন্ডে মশক নিধন স্প্রে ছিটানোর মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

এসময় মেয়র বলেন পৌরবাসীর ভোগান্তি লাগবে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পৌরসভার ১৮টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে চলমান মশক নিধন কার্যক্রমের ফলে বর্ষার আগে পৌরবাসী স্বস্তি পাবে। মশক নিধন কার্যক্রমে ফেনী পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা কৃষ্ণপদ সাহাসহ পৌর কর্মকর্তারা মেয়রের সাথে উপস্থিত ছিলেন।

(এনএকে/এএস/মার্চ ১৪, ২০২২)