আবু নাসের হুসাইন, সালথা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ উপনেতার পক্ষে উপজেলা আওয়ামী লীগ। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সালথা থানা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কৃষকলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা সেচ্ছাসেবকলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন দপ্তর ও সংগঠনসমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে সকাল ১০ টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আকতারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

(এএনএইচ/এএস/মার্চ ১৭, ২০২২)