মো. ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : 'গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ' শীর্ষক প্রকল্পের আওতায় সচেতনতামুলক মহিলা সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।

১৬ মার্চ (বুধবার) সকাল ১০ টায় কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে 'গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ' সভার আয়োজন করে নোয়াখালী জেলা তথ্য অফিস ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নোয়াখালী'র প্রতিনিধি কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. নুরেজ্জামান, জনাব আবুল ফররাহ মিলন, প্রধান শিক্ষক, মুছাপুর উচ্চ বিদ্যালয়, মো. নজরুল ইসলাম ইসলাম, সম্মানিত প্রধান শিক্ষক, পূর্ব মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সহকারী তথ্য অফিসার রুহুল আমিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিস নোয়াখালী এর সিনিয়র তথ্য অফিসার, মোঃ আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বক্তাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ(আমার বাড়ী আমার খামার,আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি,নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ,পরিবেশ সুরক্ষা), ২০০৯ সাল থেকে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন। অতিথিবৃন্দ সকলকে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। উক্ত অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের প্রায় দেড়শতাধিক মহিলা অংশ গ্রহন করেন।

(আইইউএস/এএস/মার্চ ১৭, ২০২২)