দিলীপ চন্দ, ফরিদপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্দোগে কর্মসূচি পালন করা হয় । এরই অংশ হিসেবে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ৬ টায় ফরিদপুর শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয় এ জেলা আওয়ামী লীগের উদ্দোগে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হকের সভাপতিত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান সহ অন্যান্য নেতাকর্মী।

সারাদেশের ন্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হচ্ছে।

(ডিসি/এসপি/মার্চ ১৭, ২০২২)