রিপন মারমা, রাঙামাটি : বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ,আনন্দ র‍্যালী, আলোচনা সভা, কেক কাটা, শিশু কিশোরদের আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে কাপ্তাই উপজেলা মিলনায়তন কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাপ্তাই উপজেলা সদরে বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদ প্রাঙ্গণ বঙ্গবন্ধুর ম্যুরালে সর্বস্তরের জনগণের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। এইসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের নেতৃত্বে প্রশাসনের পক্ষ হতে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়, এইসময় সাথে ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীনসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে কাপ্তাই থানা অফিসার ইনচার্জ জসিম উদ্দিন ও চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়, ফায়ার সার্ভিস বিভাগ ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, বাংলাদেশ আওয়ামী লীগ কাপ্তাই উপজেলা শাখার সহ সভাপতি থোয়াইচিং মারমা, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, বির্দশন বড়ুয়া ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল এর নেতৃত্বে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে উপজেলা পরিষদ চত্বর হতে শিশু কিশোরদের উপস্থিতিতে আনন্দ র‍্যালী বের করা হয়। র‍্যাালীটি উপজেলা সদর প্রদক্ষিণ করে বড়ইছড়ি বাজার হয়ে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

(আরএম/এসপি/মার্চ ১৭, ২০২২)