নূরুল আমিন খোকন, ফেনী : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে ফেনীর প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে কলেজ রোড়ে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্যাহ আল মামুন, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ,ও ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠণের নেতৃবৃন্দ।

জেলা আওয়ামী লীগের পক্ষথেকে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্যাহ আল মামুন, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক এই দেশটি সৃষ্টি হতো না।
তাই এই মহান নেতার স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে জেলার প্রতিটা উপজেলায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করেছে।

(এনকে/এসপি/মার্চ ১৭, ২০২২)