খুলনা প্রতিনিধি : খুলনায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি মারা গেছেন। 

জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে নগরীর জিরো পয়েন্ট এলাকার খালাসীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের ছাদ থেকে পড়ে আরও দুজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হরিণটানা থানার সহকারী উপ-পরিদর্শক রুহুল আমীন বলেন, নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আল-আমিন পরিবহনের (সিলেট-ব ৫১০৫) একটি বাস জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান বাসটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাসের ছাদে থাকা তিন যাত্রী নিচে পড়ে যান।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দু’জনের আবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

(ওএস/এনডি/সেপ্টেম্বর ২৫, ২০১৪)