এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধা ৬.৩০ এ পাংশা পৌর চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সাংসদ বীর জেলা আ’লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ’র এর সহ সভাপতি এডঃ গণেশ নারায়ন চৌধুরী, সদর পৌর আওয়ামীলীগ’র সভাপতি এডঃ উজির আলী (পিপি), উপজেলা আওয়ামী লীগ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, সাবেক সভাপতি শফিকুল মোর্শেদ আরুজ, সাবেক সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস, পৌর আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক ওদুদ সরদার অতুর, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা যুবলীগ’র আহব্বায়ক ফজুলল হক ফরহাদ।

আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা ছাত্রলীগ’র সভাপতি কামাল আল মামুন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ সহ প্রমূখ।

এছাড়াও জেলা উপজেলা পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সর্ব স্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জিল্লুল হাকিম বলেন, আগামীতে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এটাই হোক আমাদের অঙ্গীকার।

আলোচনা অনুষ্ঠান শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুনামধন্য কন্ঠ শিল্পী আঁখি আলমগীর সহ অন্যান্য শিল্পীবৃন্দ।

(একে/এএস/মার্চ ১৮, ২০২২)