রিপন মারমা, রাঙামাটি : বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায় মিলনমেলা মহা সংঘদান ও অষ্ঠপরিষ্কার দানানুষ্ঠান। জগতের সকল প্রাণী ও প্রকৃতির মঙ্গল সুখ কামনায় এবং করোনা মহামারীর কবল থেকে পুরো পৃথিবীবাসী মুক্ত হওয়ার মানসে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।  

আজ শুক্রবার (১৮ মার্চ)রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বটতলী, পাগলীমুখ পাড়া, কাঠালতলী, ইজ্জ্যাতলী ও যৌথ খামার সমাজ বাসী উদ্যোগের, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিন ব্যাপী কর্মসূচি মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পরম করুনাময় ধর্মীয় পতাকা উত্তোলন, পরিত্রান প্রার্থনা, অষ্টপরিষ্কার ও মহাসংঘদান, দানীয় যজ্ঞ, বুদ্ধপুজা, বুদ্ধমূর্তিদান, পঞ্চশীল প্রার্থনা, ধর্মীয় দেশনা, কল্পতরু প্রদক্ষিণ উৎসর্গ, তথাগত সম্যক সম্বুদ্ধের পূজা গ্রহন, গৌতম বুদ্ধের অহিংস ধর্ম নিয়ে আলোচনা সভা, প্রদীপ ও পানীয় পূজা, সমবেত প্রার্থনাসহ নানাবিধ অনুষ্ঠান আয়োজন করা হয়।সেসময় তিন পার্বত্য জেলা থেকে পুণ্যার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এই মহা সংঘদান অনুষ্ঠানে ভদন্ত সুমেধানন্দ মহাথের সঞ্চালনায়, প্রভাত তালুকদার স্বাগত বক্তব্যে'র মাধ্যমে সভাপতিত্ব করেন ভদন্ত ক্ষেমিন্দা মহাথের, প্রধান অতিথি হিসেবে ছিলেন, পুঞ্ঞাবংশ মহাথের।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, সংঘদানে চার-পাঁচজন ভিক্ষুকে দান করলেও সংঘ বলতে অতীত, অনাগত ও বর্তমান সমস্ত সংঘের (বৌদ্ধ সন্ন্যাসী) উদ্দেশ্য দান করা হয় । তিনি আরও বলেন, বৌদ্ধ দর্শনে দান হলো প্রশংসিত একটি কর্ম। সবাই জীবনে কম বেশি দান করে থাকে। দান শব্দের সঙ্গে মালিকানা স্বত্ত ত্যাগের বিষয়টি জড়িত, আর এতে মানুষের লোভ চিত্ত ধীরে ধীরে ক্ষয় হয়।

প্রাণী হত্যা না করা, বিনা অনুমতিতে অপরের জিনিস না ধরা, মিথ্যা কথা না বলা, নিজ স্বামী স্ত্রী ব্যতীত কাম সেবন না করা ও মদ গাঁজাসহ সকল নেশা জাতীয় দ্রব্য সেবন না করা এই পাঁচটি শীল বা পঞ্চনীতি গ্রহন করে মুহুর্তের মধ্যে সবাই এক সুন্দর চেতনায় ঋদ্ধ হন।

করোনাকালীন শত প্রতিকূলতা সত্বেও এত লোক একসঙ্গে হয়ে সত্যিই এক অন্যরকম অনুভূতি জানান দেয়। তাইতো আয়োজক সমাজ কমিটির সাধারণ সম্পাদক শুভ্র বিকাশ তঞ্চঙ্গ্যাঁ জানান, প্রতি বছরের ন্যায় এবারও ওয়াগ্গা ইউনিয়নে বটতলী পাগলীমূখ পাড়া, কাঠালতলী, ইজ্জ্যাতলী ও যৌথ খামার সমাজ বাসী উদ্যোগের এই মহা সংঘদান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য দীপ্তিময় তালুকদার, বিশেষ দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, হেডম্যান অরুন তালুকদার, আদুই রঞ্জন তঞ্চঙ্গ্যাঁ, অমল তঞ্চঙ্গ্যাঁ সুজয় তঞ্চঙ্গ্যাঁ, সুমেল তঞ্চঙ্গ্যাঁ, সংস্কৃতিকর্মী আইন শৃঙ্খলা বাহিনীও সাংবাদিক প্রমূখ।

(আরএম/এসপি/মার্চ ১৮, ২০২২)