গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিশিষ্ট নারীনেত্রী আরমা দত্ত বলেছেন,'শুধু নিজে ভালো থাকলেই হবেনা, অপরকেও ভালো রাখতে হবে। সেজন্য আমাদেরকে প্রতিবেশীর সুখ দু:খের সাথী হতে হবে। আর মৃত্যুর পর সাধারণ মানুষ যেন আপনাকে আমাকে মনে রাখে, জীবৎকালে সেরকম কিছু ভালো কাজও করে যেতে হবে।'

গতকাল বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামন্দ্রপুরে দু'শ বছরের প্রাচীন একটি মহা শ্মশান ঘাটের পুন:নির্মাণ উপলক্ষে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে আরমা দত্ত এমপি এসব কথা বলেন। রামচন্দ্রপুর মহা শ্মশান ঘাট পরিচালনা কমিটির সভাপতি ডা. নরেশ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস। বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলার উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় পরিষদের কার্করী সদস্য, দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল সরকার, অধ্যাপক আবদুল মজিদ কলেজের গভর্নিং বডির সদস্য সমীর বরণ সরকার, আনন্দ আশ্রম কমিটির সমন্বয়ক স্বরূপ রতন চৌধুরী দয়ালমনি, জেলা যুবলীগ নেতা আল আমীন সরকার প্রমুখ।

গৌতম আচার্যের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই গীতা পাঠ করেন প্রধান শিক্ষিকা ভজনা রাণী দেবনাথ। বক্তব্য দেন মহা শ্মশান কমিটির সাধারণ সম্পাদক সমীর সাহা, আল আমীন সরকার প্রমুখ। এর আগে শ্মশানঘাটে বিশিষ্ট পন্ডিতদের উপস্থিতিতে এক বিশাল গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়।

নান্দনিক এই অনুষ্ঠানে দুরদূরান্ত থেকেও প্রচুর সংখ্যক নারী পুরুষ ভক্তবৃন্দের সমাগম ঘটে।

(জিডিএ/এএস/মার্চ ১৯, ২০২২)