প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুর নগরকান্দা উপজেলায় চরদশরদী ইউনিয়নে গতকাল শুক্রবার রাত ৮টায় চাঁদহাট পশ্চিমপাড়া কানাই সরকার এর বাসভবন রাধাগোবিন্দ মন্দিরে দোল পূজা উপলক্ষে ২৪ প্রহর ব্যাপী অখন্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেই তো তুমি ব্রজের কানাই কলিতে গৌড় হরি, তোমারি নামের মুখরিত আজ চাঁদ হাট নগরী, প্রতি বছরের মতো এবছরও শুরু হয়েছে অনুষ্ঠান প্রথমে ভাগবত পাঠ, করেন পাঠক গোবিন্দ পাল , তার ভাগবতীয় পাঠ কার্যক্রমে আলোচনায় উঠে আসে "দেবতারা ও মানুষ হতে চায়" এমন অসাধারণ তত্ত্বকথা নিয়ে অনুষ্ঠান মনমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়।

বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক বাবু কানাই সরকার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শারদাঞ্জলি ফোরাম নগরকান্দা উপজেলা শাখার উপদেষ্টা অনুকুল চন্দ্র বিশ্বাস সভাপতি রিপন মন্ডল দুর্জয় সহ-সভাপতি সুব্রত কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস প্রধান সমন্বয়ক রতন কুমার বাড়ই, কোষাধক্ষ্য গৌরাঙ্গ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সঞ্জিত মন্ডল, দপ্তর সম্পাদক দেবনাথ মন্ডল, প্রচার সম্পাদক অরূপ কুমার শীল, ছাত্র বিষয়ক সম্পাদক নয়ন মন্ডল, জননেতা ও প্রবাস কল্যান সম্পাদক সুকন্ঠ বিশ্বাস সহ অন্যান্য প্রমুখ।

(পিবি/এসপি/মার্চ ১৯, ২০২২)