রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে কার্ডধারী ২ লাখ ৩৩ হাজার ৭২৪টি পরিবার ট্রেড কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য পাবে। টিসিবির এই পণ্যের মধ্যে রয়েছে চিনি, ডাল ও তেল।

রবিবার (২০ মার্চ) থেকে পবিত্র রমজান উপলক্ষে জেলার ২৪৮টি স্পটে এই পণ্য বিপণন করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, টিসিবির ৫৯ জন ডিলার জেলার ২৪৮টি স্পটে কার্ডের মাধ্যমে প্রতি পরিবার দুই কেজি চিনি, দুই কেজি ডাল ও দুই কেজি চিনি পাবে। টিসিবি থেকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, ডাল ৬৫ টাকা ও তেল ১১০ টাকায় বিক্রি করা হবে।

জেলা প্রশাসক মুর্শেদা জামান জানান, পবিত্র রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য এই উদ্যোগ নিয়েছেন সরকার। সারাদেশে এক কোটি পরিবার এই সুবিধা ভোগ করবে। টিসিবি থেকে যারা পণ্য কিনবেন তারা ইতোমধ্যেই কার্ড পেয়েছেন বলেও জানান তিনি।

(আরআর/এসপি/মার্চ ১৯, ২০২২)