প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ২০ মার্চ (রবিবার) সকাল ১১ টার সময় নগরকান্দা উপজেলা হেলিপোর্ট মাঠে টিসিবি'র পন্য সামগ্রী বিক্রিয় শুভ উদ্বোধন করেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে অসহায় গরীবদের মাঝে সূভল মূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয়ের শুভ উদ্বোধন হয়েছে।

নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনএম আব্দুল্লাহ আল মামুন, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিল জাকির হোসেন জাকারিয়া, ৬ নং ওয়ার্ডের কাউন্সিল ইমদাদুল মাতুব্বর, ৫ নং ওয়ার্ডের কাউন্সিল জিয়াউর রহমান জিয়া,৮ নং ওয়ার্ডের কাউন্সিল আমিন ফকির, ডিলার নাঈম খলিফা প্রমুখ। পরে যাদের নামে টিসিবি’র ফ্যামিলি কার্ড আছে তাদের মাঝে তেল, পিয়াস, চিনি ডাল বিক্রয় করা হয়।

(পিবি/এএস/মার্চ ২০, ২০২২)