কুষ্টিয়ায় চিকিৎসার নামে প্রতারণা
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে চিকিৎসার নামে প্রতারণার আরেক নাম হোমিও এন্ড আয়ুর্বেদিক স্বাস্থ্য কেন্দ্র। প্রশাসনের নাকের ডগায় স্বাস্থ্যসেবার নামে এখানে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে।
সূত্র জানায়, রাজিবুল ইসলাম ও মতিউর রহমান খান নামের দুই ব্যক্তি ডিএইচএমএস কোর্স সম্পন্ন করে মিরপুর মহিলা কলেজ রোডস্থ রেলগেটে হোমিও এন্ড আয়ুর্বেদিক স্বাস্থ্য কেন্দ্র খোলেন। সেখানে ক্যান্সারসহ প্রায় ৩০টি জটিল ও কঠিন রোগের চিকিৎসা প্রদানের নামে তারা লোক ঠকানো ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে ওই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রাজিবুল ইসলাম জানান, এখানে যৌন, চর্ম, বাত, হাঁপানী, ডায়াবেটিস, ঘনঘন প্রসাব, স্বপ্নদোষ, ধাতু দুর্বলতা, দ্রুত বীর্যপাত, যৌন মিলনে অক্ষমতা, কিডনী পাথর, পিত্ত পাথর, জন্ডিস, গ্যাষ্টিক, আলসার, পুরাতন আমাশয়, মহিলাদের ব্রেস্ট টিউমার, ক্যান্সার, জরায়ু টিউমার, সাদা স্রাব, মাসিক সমস্যা, বার্ধক্য, মেছতা ও শিশু রোগসহ নারী এবং পুরুষের জটিল ও কঠিন রোগের চিকিৎসা দেয়া হয়।
এছাড়াও মহিলাদের জন্য মহিলা চিকিৎসক ও কম্পিউটারাইজ পদ্ধতিতে চিকিৎসা প্রদানের কথা উল্লেখ থাকলেও ওই স্বাস্থ্য কেন্দ্রে কোন মহিলা চিকিৎসক ও কম্পিউটার দেখা যায়নি।
এ প্রসঙ্গে তিনি বলেন, পূর্বে মহিলা চিকিৎসক ছিল এখন নেই, আর ল্যাপটপ বাসায় আছে। তবে স্বাস্থ্য কেন্দ্রের লাইসেন্সসহ অন্যান্য কাগজ দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। একই ব্যক্তি ক্যান্সারসহ প্রায় ৩০টি জটিল ও কঠিন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুন নাহার বেগম জানান, হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আমার কোন জ্ঞান নেই। তবে এক ব্যক্তি ৩০টি বিষয়ে কিভাবে বিশেষজ্ঞ হতে পারে তা আমার বোধগম্য নয়। এলাকার ভুক্তভোগী জনগণ প্রতারক এই দুজন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
(কেকে/এনডি/সেপ্টেম্বর ২৫, ২০১৪)