দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সোমবার সকাল সাড়ে দশটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়‌।

সামাজিক বন বিভাগ ফরিদপুর এর উদ্যোগে সামাজিক বন বিভাগ ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোঃ গোলাম কুদ্দুস ভূঁইয়া এর সভাপতিত্বে

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব দীপক কুমার রায়, জেলা আনসার কমান্ডার জনাব নাদিয়া ইয়াসমিন, জেলা শিক্ষা অফিসার জনাব সাইফুল কবির, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক জনাব বেলায়েত হোসেন প্রমুখ

সভায় বক্তারা বলেন, বন সংরক্ষণের অঙ্গীকার টেকসই উৎপাদন ও ব্যবহার প্রতিপাদ্য বিষয় নিয়ে এবছর আন্তর্জাতিক বন দিবস-২০২২ পালিত হচ্ছে। এ সময় বক্তারা বনায়নের গুরুত্ব ও মানব জীবণে বনায়নের নানা মুখী উপকারী দিকগুলো তুলে ধরে বেশি করে গাছ লাগানোর প্রতি গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা শুধু আর্থিক দিক বিবেচনা করে গাছ না লাগিয়ে ঔষধি, ফলজ ও বনজ গাছ লাগানোর প্রতি গুরুত্ব আরোপ করেন।

(ডিসি/এসপি/মার্চ ২১, ২০২২)