দিলীপ চন্দ, ফরিদপুর : সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা বিএনপি'র উদ্যোগে জেলা প্রশাসকের বরাবর এক স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত।

আজ মঙ্গলবার বেলা পৌনে এগারোটার ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সৈয়দ মোদাররেস আলী ইসার নেতৃত্বে সারা দেশে দ্রব্য মূল্যের উর্ধ্ব গতির প্রতিবাদে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর এ স্মারক লিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব এ্যাড. আলী আশরাফ নান্নু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান হাফিজ,সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ,জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন , দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারণে দেশের খেটে খাওয়া মানুষের আজ স্বাভাবিক জীবণ যাত্রা ব্যহত হচ্ছে,ঘরে বাইরে আজ তারা কোথাও শান্তিতে নেই।কিন্তু বর্তমান সরকারের এ বিষয়ে কোন পদক্ষেপ নেই, কারণ তাদের মনোনিত ডিলাররা সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। তারা এই সরকারকে হুশিয়ার করে বলেন দ্রব্য মূল্যের দাম যদি কমাতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দিন, তা নাহলে আন্দোলনের মাধ্যমে বিএনপি এ সরকারের পতন ঘটাবে।

(ডিসি/এসপি/মার্চ ২২, ২০২২)