দিলীপ চন্দ, ফরিদপুর : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুরে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়‌।

আজ মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিটে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এর কনফারেন্স রুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডঃ মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আগামী ০১ এপ্রিল ‌ অনুষ্ঠিতব্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসআইয়ের যুগ্ম পরিচালক জনাব মোঃ শহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়, ফরিদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা: দিলরুবা জেবা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার(বিশেষ শাখা) হেলাল উদ্দিন ভূঁইয়া, জেলা আনসার কমান্ডার নাদিয়া ইয়াসমিন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

(ডিসি/এসপি/মার্চ ২২, ২০২২)