রাজন্য রুহানি, জামালপুর : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামালপুর জেলা বিএনপি।

মঙ্গলবার সকালে (২২ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে স্মারকলিপি জমা দেন নেতাকর্মীরা।

স্মারকলিপি প্রদানের নেতৃত্ব দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় স্মারকলিপি গ্রহণ করেন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান।

স্মারকলিপি প্রদানের সময় জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, পৌর বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক মাইন উদ্দিন বাবুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে শহরের ফৌজদারী মোড় থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে যান বিএনপির নেতাকর্মীরা।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপিনেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বর্তমান বাজারে চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, মরিচ, গুড়োদুধ, শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে নাভিশ্বাস উঠেছে জনসাধারণের মাঝে। এখনই নিত্যপ্রয়োজনীয় মূল্যের লাগাম টেনে ধরা উচিত বলেও মনে করেন তিনি।

(আরআর/এএস/মার্চ ২২, ২০২২)