খুলনা প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে গেলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ, ভুল বুঝা-বুঝি আর দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে।

বৃহস্পতিবার খুলনার একটি হোটেলে ‘দশম জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ব্যবহৃত ব্যবস্থাপনা পদ্ধতি ও ফলাফল ব্যবস্থাপনা পদ্ধতি’ শীর্ষক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা শেষে তিনি এসব কথা বলেন।

রকিবউদ্দীন আহমদ বলেন, রাজনৈতিক সমোঝোতা হলে সকলে যেটা চায় সেটা হতে কোন সমস্যা নেই। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নির্বাচন কমিশন সেদিক বিবেচনায় রেখে কাজ করে যাচ্ছে।

নির্বাচন কমিশনার বলেন, যেসব উপজেলায় নির্বাচনী সহিংসতা বা ভোট কেন্দ্র দখলের মতো ঘটনা মাত্রা ছড়িয়ে যায়, সেসব জায়গায় নির্বাচন বাতিল করা হয়েছে। তবে এসব ক্ষেত্রে স্বাক্ষী না পাওয়ায় এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

তিনি বলেন, আগামী নির্বাচনে ক্যান্ডিডেট ম্যানেজমেন্ট সিস্টেমস (কেএমএস) ও রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেমস (আরএমএস) সফটওয়্যারের মাধ্যমে কাজ হবে। গত উপজেলা নির্বাচনে এ দুটি সফটওয়্যারের পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। উন্নত ও অত্যাধুনিক টেকনোলজি ব্যবহারে মধ্য দিয়ে কমিশনকে যুগোপযোগী করার চেষ্টা চলছে। এজন্য নির্বাচন ও ভোটগ্রহণ কর্মকর্তাদের দেশ বিদেশে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

স্ট্রেংদেনিং ইলেকশন ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার সচিব সিরাজুল ইসলাম।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৫, ২০১৪)