হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে স্তন ও জরায়ূ ক্যান্সারে আক্রান্ত ৪১ জন মহিলার সন্ধান মিলেছে । ৪ দিনব্যাপী ভিআইএ ক্যাম্পিং কার্যক্রমে ৯৯৮ জনকে পরীক্ষা চালিয়ে এ আলামত পেয়েছে স্বাস্থ্য বিভাগ।

এর মধ্যে ৩১ জনের জরায়ূ-মুখ এবং ১০ জনের মধ্যে স্তন ক্যান্সারের আলামত প্রাথমিকভাবে সনাক্ত করা হয়েছে। আক্রান্তদের লাল কার্ড দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরবর্তী সেবা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ ক্যাম্পিং চলে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।
এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাঃ কেয়া এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকারা। সংশ্লিষ্টরা জানান, জরায়ু-মুখ ও স্তন ক্যান্সারে মহিলা মৃত্যুর অন্যতম কারণ সনাক্ত করে সরকার সারাদেশে ৩০ বছরের উর্ধে মহিলাদের তা পরীক্ষার উদ্যোগ গ্রহন করে। এর অংশ হিসেবেই উক্ত ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়। ১ হাজার মহিলার পরীক্ষা-নিরিক্ষা করার টার্গেট নিয়ে ৪ দিনে ৯৯৮ জন মহিলাকে এর আওতায় আনা সম্ভব হয়েছে।

(পিডিএস/এসসি/সেপ্টেম্বর২৫,২০১৪)