প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুর নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে আজ বুধবার বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদের সামনে এক গনশুনানি অনুষ্ঠিত হয়েছে।

কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইএ এলজি ) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের আয়োজিত এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন মেম্বার গণ ও পুরাপাড়া ইউনিয়ন সচিব মোঃ শামসুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার, নগরকান্দা জেতী প্রু, এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জাকিরুল ফরিদ, পুলিশ পরিদর্শক( তদন্ত) নগরকান্দা থানা বিকাশ মণ্ডল, এস আই , নগরকান্দা থানা পীযূষ কান্তি হালদার , উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর ইএ এল জি ইউএনডিপি মোঃ মনির হোসেন মজুমদার, এসময় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ২নং পুরাপাড়া ইউনিয়নের সফল চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবু ফকির,পুরাপাড়া ইউনিয়ন উদ্যোক্তা সাইফুল ইসলাম জনি, ৭ নং ওয়ার্ডের মেম্বার শাহাদাত হোসেন, ৬নং ওয়ার্ডের মেম্বর রবিউল ইসলাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লখ্য বিষয় যে বক্তাগনের বক্তব্য উঠে আসে অত্র এলাকার বিভিন্ন অসঙ্গতি মাদকদ্রব্য , জুয়া খেলা, কিশোর গ্যাং, সহ নানা অপকর্ম অভিযোগ থেকে ইউনিয়ন কে সুষ্ঠু এবং সঠিক ধরায় প্রবাহিত করা হবে। এই ধরনের কার্যক্রমে যারা লিপ্ত থাকবে তাদেরকে পুলিশের তথ্য দেয়ার জন্য অনুরোধ জানান।এই কার্যক্রম তিন মাস অন্তর অন্তর ইউনিয়ন অফিসের ভিতরে কার্যক্রম চলমান থাকবে।

(পিবি/এসপি/মার্চ ২৩, ২০২২)