মো. ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্রগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে (২৩ই মার্চ) উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরজুবিলী ব্লকে এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শহিদুল হক।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদের সভাপতিত্বে এসময় আরোও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. আইয়ূব মাহমুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মায়দুল হাসান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামাল উদ্দিন, উন্নয়ন সাংবাদিক ফয়জুল ইসলাম জাহান, আরিফ সবুজসহ আরোও অনেকে।

এসময় কৃষকদের মাঝে মার্ভেলাস জাতীয় হাইব্রিড তরমুজের ফলন, পরিচর্যা ও নানাধিক তুলে ধরেন অতিথিরা। প্রধান অতিথি জানান, এবছর জেলায় তরমুজের লক্ষমাত্রার ৮০ শতাংশই অর্জিত হবে সুবর্ণচর।

(আইইউএস/এএস/মার্চ ২৫, ২০২২)