মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি আবু মুছা বলেন, ছোট বেলা থেকে স্বপ্ন ছিল মানুষের কল্যানে কাজ করা, সেই চিন্তাধারা থেকে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের লক্ষ্যে মোহাম্মদ আবু মুছা ট্রাস্ট প্রতিষ্ঠা করা। 

আর এই প্রতিষ্ঠার মধ্য দিয়ে মেধাবী ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা। শুক্রবার (২৫ মার্চ) সন্ধায় নারায়ণগঞ্জ ক্লাবের চতুর্থ তলার ক্যাফের কক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে এ প্রতিষ্ঠার উদ্বোধন করা হয়।

এসময় আবু মুছা আরো বলেন, ছোট বেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমার মরহুম পিতা শেখ আব্দুর রসিদ রাজনীতির করতে গিয়ে বিএনপির নির্যাতনে শিকার হয়েছেন। এমনকি দীর্ঘ বিশটি বছর আমরা নারায়ণগঞ্জের বাহিরে ছিলাম। তারপর ও আমরা রাজনীতি ছেড়ে যাইনি।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হলে বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে হবে। অবুঝ ছোট ছেলে শেখ রাসেলের জীবনী আলোচনা করতে হবে। আজ হয়তো শেখ রাসেল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন হতো।

এসময় উপস্থিত ছিলেন, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলো সরকার, সাধারণ সম্পাদক লায়ন মজিবর রহমান হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল কবির, নারায়ণগঞ্জ জেলার সভাপতি ওবায়দুল্লা খান, কেন্দীয় কমিটির কার্যকরী সদস্য আশিক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক অবি আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক জপিকুল ইসলাম, আবির সিকদার, সিডনি, সাকিব প্রমূখ।

উক্ত অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

(এস/এসপি/মার্চ ২৬, ২০২২)