আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দখল ও দূষণ দৈত্যের হাত থেকে নদীকে মুক্তি দাও’ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে নগরীতে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। কীর্তনখোলী নদীর চরকাউয়া ফেরীঘাটে সকাল ১০টায়  মানববন্ধন, সমাবেশ ও ফুলের পাঁপড়ি ছিটিয়ে নদী বরণ করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ বলেন, পৃথিবী জুড়ে মানবসভ্যতা গড়ে তুলেছে হাজার বছর ধরে বহমান নদী। নদী না থাকলে বাংলাদেশ পরিণত হতো মরুভূমিতে। নদী আমাদের এতো দিয়েছে অথচ নদীকে আমরা দিয়েছি অপমান, অসম্মান, অমর্যাদা। মানুষের ঘৃণ্য লোভ নদীকে দখল আর দূষণের শিকার করে দেশের প্রায় সকল নদীকেই মুমূর্ষ করে তুলছে। বরিশালের কীর্তনখোলা নদীও তার একটি জ্বলন্ত উদাহারণ। অঙ্গীকার বাংলাদেশ, আইসিডিএ, ম্যাপ ও এবিসি ফাউন্ডেশন নামক বেসরকারী সংগঠনের যৌথ উদ্যোগে সমাবেশে সুপ্র বরিশাল শাখার সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইসিডিএ সভাপতি নারায়ন চন্দ্র সাহা, এবিসি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নকিব আব্দুস সালাম, ম্যাপ এর নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী, মহিলা পরিষদের কোষাধ্যক্ষ সালমা খান, বিশিষ্ট শিক্ষাবীদ নুরুল ইসলাম প্রমুখ।

(টিবি/এসসি/সেপ্টেম্বর২৬,২০১৪)