দিনাজপুর প্রতিনিধি : দুর্গা পূজা শুরুর তিন দিন আগে দিনাজপুরের চিরির বন্দরে একটি মন্ডপে প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত দুস্কৃতিরা। শুক্রবার ভোর রাতে চিরিরবন্দর উপজেলার পূর্ব সাইতাড়া চরকডাঙ্গা বারোয়ারী পূজা মন্ডপে এই ঘটনা ঘটেছে।

পুর্ব সাইতাড়া চরকডাঙ্গা বারোয়ারী পূজা মন্ডপ কমিটির সভাপতি নিত্যেন্দ্রনাথ রায় জানান, শুক্রবার ভোর রাতে অজ্ঞাত দুস্কৃতিকারীরা মন্ডপের গনেশ, কার্তিক, স্বরস্বতি, লক্ষী, অসুর ও বাঘের প্রতিমা ভাংচুর করে। তিনি জানান, পূজা শুরুর তিনদিন পূর্বে প্রতিমা ভাংচুর হওয়ায় এই স্বল্প সময়ে আর দুর্গা পূজা করা সম্ভব নয়। এছাড়াও ধর্মীয়ভাবে বিকলাঙ্গ প্রতিমায় পূজা করা সমিচীন নয় বলে জানান তারা। তবে তারা এ ব্যাপারে কাউকে চিহ্নিত করতে পারেননি।
এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। চিরিরবন্দর থানার ওসি সম্ভু দাস গুপ্ত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মামলা দায়ের হলেই দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।
এদিকে এই ঘটনার পর ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

(এটি/এসসি/সেপ্টেম্বর২৬,২০১৪)