কিশোরগঞ্জ প্রতিনিধি : ইটনায় সিটিসেল টাওয়ারের পাওয়ার তার চুরি করার সময় জামাল (৩০) নামে এক  চোরকে হাতেনাতে আটক করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ইটনা উপজেলার নগরহাটি গ্রামের রহমত আলীর পুত্র জামাল স্থানীয় বাজারে সিটিসেল টাওয়ারের পাওয়ার তার চুরি করার সময় নাইটগার্ড তারসহ তাকে আটক করে থানায় সোপর্দ করে।

(ইউএস/পি/সেপ্টেম্বর ২৬, ২০১৪)