দিনাজপুর প্রতিনিধি : হিলি সীমান্তের পার্শ্ববর্তী সোনাপুর মাঠ থেকে অভিযান চালিয়ে ভারত থেকে আনা প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শাড়িগুলো উদ্ধার করেন।

এ সময় সেখান থেকে উন্নতমানের ৪৩৭ পিস শাড়ি উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা শাড়ির মূল্য প্রায় ১৭ লাখ ৪৮ হাজার টাকা।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, ভারতীয় শাড়ি নিয়ে একদল চোরাকারবারী সীমান্ত দিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে বিজিবির একটি টিম সোনাপুর মাঠের মধ্যে তাদের ধরার জন্য বসে থাকে। চোরাকারবারীরা সামনে চলে এলে বিজিবি সদস্যরা তাদের দাঁড়াতে বলেন। তখন চোরাকারবারীরা মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় শাড়িগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে বিজিবি।

অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় শাড়িগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২৭, ২০১৪)