জাহেদ সরওয়ার, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীতে ষড়যন্ত্র মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জসিম উদ্দিন। তিন শিশু সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছে স্ত্রী কহিনুর আকতার। আজ মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্বামীর নিঃশর্ত মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেন কহিনুর।

তার দাবি, গত ২৩ ফেব্রুয়ারি রাতে মহেশখালীর নতুন বাজার থেকে র‌্যাব পরিচয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য জসীমকে তুলে নিয়ে যায়। পরে জসিমকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থেকে গ্রেপ্তার দেখিয়ে ষড়যন্ত্রমুলকভাবে মিথ্যা ভিত্তিহীন বিনা অপরাধে পরপর তিনটি মামলা দায়ের করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছে।

এ অবস্থায় তিন সন্তান নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছে তার পরিবার । তাই, সংশ্লিষ্ট প্রশাসনের সুষ্ঠু তদন্ত এবং জসিম উদ্দিনের নিঃশর্ত মুক্তি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন পবিবারের সদস্যরা।

এসময় কহিনুর আকতার, তাদের তিন শিশু সন্তান সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

(জেএস/এসপি/এপ্রিল ০৫, ২০২২)