মাদারীপুর প্রতিনিধি : কাড়াকান্দিসহ কোনো ঘাটে ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

তিনি শনিবার বেলা ১১টায় মাদারীপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উৎযাপনে অনুদান বিতরণকালে একথা বলেন।

নৌ-পরিবহন মন্ত্রী আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন- ঈদে ঘরমুখো মানুষেকে শান্তিতে বাড়ি পৌঁছার ব্যবস্থা করার জন্য। তারই ধারবাহিকতায় কাওড়াকান্দিসহ সব ঘাটে যাত্রী হয়রানি বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদারীপুরের কাওড়াকান্দিঘাটে ৩ টাকার পরিবর্তে ১০ টাকা টোল আদায় করা হচ্ছে। যাত্রীদের এই নির্যাতন ও অত্যাচারের হাত থেকে রক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আজ থেকে শুরু হবে আমার বিভিন্ন ঘাট পরিদর্শন। কাওড়াকান্দি, মাওয়া, কাঁঠালবাড়িসহ অন্যান্য ঘাট পরিদর্শন করতে হবে।’

এদিকে, মাওয়াঘাট পদ্মায় বিলীন হয়ে যাওয়ায় তা শিমুলিয়ায় হস্তান্তর করা হবে জানিয়ে তিনি বলেন- ‘দক্ষিণাঞ্চলের মানুষ শেখ হাসিনার সরকারের আমলে আর কিছু না পেলেও যাতায়াতে বিভিন্ন ঘাট ব্যবহার করে শান্তি পেয়েছে। যেমন সদরঘাট ও মাওয়া ঘাটে আগে ঈদে যাতায়াতে যাত্রীদের অনেক কষ্ট করতে হতো, তা এখন শান্তিতে পরিনত হয়েছে। এবার ঈদে লঞ্চ দুর্ঘটনা এড়াতেও সরকার সব ব্যবস্থা নিয়েছে।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি রোকসনা ইয়াসমিন ছুটি, মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা দুর্গাপূজা উদযাপন উপপরিষদ কমিটির আহবায়ক তপন সরকার, মাদারীপুর আদালতের সাবেক পিপি সুজিত চ্যাটার্জী বাপ্পি প্রমুখ।

( এএসএ/এইচআর/সেপ্টেম্বর ২৭, ২০১৪)