নিউজ ডেস্ক : পৃথিবীর এমন কিছু নেই যা গুগলে সার্চ করে পাওয়া যায় না। আর সেই বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল পা রাখল ষোলোর কোঠায়।

শনিবার গুগলের সুইট সিক্সটিন বার্থ ডে সেলিব্রেশনে গুগল ডুডলের লোগোয় জানান দিচ্ছে সাবালক হওয়ার পথে গুগল।

অ্যানিমেটেড ডুডলে দেখা যাচ্ছে, ‘জি’ ও ‘এল’ অক্ষরটি অন্যদের তুলনায় বেশ খানিকটা বড়। ১৯৮৮ সালে ল্যারি পেজ ও সার্জ ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন।

যদিও এই সার্চ ইঞ্জিনের জন্মদিন নিয়ে রয়েছে মতভেদ। এর আগে ৭ ও ৮ সেপ্টেম্বর জন্মদিন পালন করত গুগল, খবর লন্ডনের দ্য ইন্ডিপেনডেন্ট সূত্রে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৭, ২০১৪)