মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার কোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা পুরবি ইসলামের ঝুলন্ত মরদেহ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৯ এপ্রিল) সকালে রাজবাড়ী সদর থানা পুলিশ পুরবি ইসলামের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় শিক্ষিকা পুরবির স্বামী ও কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ বিশ্বাস ও এইচএসসি পরুয়া ছেলে তাহারাত হাসান অর্নবকে আটক করেছে পুলিশ।

নিহত পুরবি ইসলামের বড় বোন ও মহারাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরাত জাহান লিমা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। দুই দিন আগেও আমার বোন জামাই ও ছেলে মিলে বোনকে মারার জন্য লাঠি নিয়ে সারা গ্রাম তারিয়ে বেরিয়েছে।

এছাড়াও ওদের ঘরে একটি মেয়ে আছে যে একটি বেসরকারী মেডিকেল কলেজের পড়াশোনা করে। তার পড়াশোনার টাকা দেওয়া নিয়ে স্বামীর সাথে মাঝে মধ্যেই ওদের ঝগড়া বিবাদ লেগেই থাকতো। পচিশ বছরের সংসার জীবনে কোন দিন সুখ পায়নি আমার বোন। আর ছেলেটা মাদকসেবী তাকে এরআগেও পুলিশ মাদক সেবন অবস্থায় গ্রেপ্তার করেছে। ওরা পিতা পুত্র মিলে হত্যা করেছে বলে দাবী তার।

এ ব্যাপারে রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, শিক্ষিকার মৃত্যর খবর পেয়ে জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। সেই সাথে মৌখিক অভিযোগের ভিত্তিতে শিক্ষিকার স্বামী ও ছেলেকে আটক করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই এই ঘটনার আসল রহস্য জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইন পদক্ষেপ চলমান আছে।

(এমজি/এসপি/এপ্রিল ০৯, ২০২২)