এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালিতে গৃহবধুর জেসমিন আক্তার (২২) কে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) বিকাল ৪ টায় কালুখালি বঙ্গবন্ধু চত্ত্বরে উপজেলা সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করে।

এ সময় বক্তারা বলেন, যৌতুকের দাবিতে এ হত্যাকান্ড ঘটেছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের ফাঁসির দাবি করছি। যাতে করে এভাবে যৌতুকের জন্য কোন গৃহবধুকে কোন স্বামী অথবা স্বামীর পরিবার হত্যা করতে সাহস না পায়।

কালুখালি থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হাসান বলেন, গৃহবধু জেসমিন আক্তারের স্বামী সেতু শেখ কে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সকালে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের মহিমশাহী চাঁদপুর স্বামী সেতু শেখের বাড়ি থেকে গৃহবধু জেসমিন আক্তারের মরাদেহ উদ্ধার করা হয়।

কালুখালীর রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের আবু বক্কার বিশ্বাস জামালের মেয়ে জেসমিন আক্তার।

ঘটনা সূত্রে জানা যায়, , ২ বছর আগে সেতুর সাথে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সেতু যৌতুকের দাবিতে তার কন্যাকে মারপিট করতো। গতমাসেও দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা। তাতেও ওর মন ভরেনি। এ জন্য বুধবার সকালে সেতু শেখ ও তার বোন আকলিমা জেসমিন আক্তার পিটিয়ে হত্যা করে।

(একে/এএস/এপ্রিল ০৯, ২০২২)