নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর ফুলগাজীতে গরু এবং গরু বহনকারী গাড়ীসহ ৩ গরু চোরকে আটক করেছে ফুলগাজী থানা পুলিশ।

শনিবার (৯ এপ্রিল) ভোর রাতে ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের ছালে আহাম্মদ পিনুর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ২টি গরু ও বহনকারী একটি ট্রলি সহ ৩ যুবককে আটক করে থানা পুলিশ।

থানাসূত্র জানায়, পরশুরাম উপজেলার দক্ষিণ চন্দনা গ্রামের কামাল উদ্দীনের গোয়াল ঘর হইতে ১টি ট্রলি গাড়ীযোগে ২টি গরু চুরি করিয়া ফেনী অভিমুখে রওয়ানা দেয়। এসময় তাদের গতিবিধি সন্দেহ হলে ফুলগাজী থানা রাত্রীকালীন টহল পুলিশ পরশুরাম উপজেলার উত্তর চন্দনা গ্রামের আবুল হাশেমের ছেলে মোঃ মঈন উদ্দীন প্রকাশ দিপু (২২), উত্তর রাজষপুরের আবুল কালামের ছেলে মিনার উদ্দীন প্রকাশ রুবেল (১৯) ও মধ্যম চন্দনা গ্রামের শাহজাহান এর ছেলে সুজন (২০) কে আটক করে।

পুলিশ ঘটনাস্থল হইতে উদ্ধারকৃত ২টি গরু, গরু বহনকারী গাড়ী ও গ্রেফতারকৃত আসামীদের ফুলগাজী থানা হেফাজতে নিয়া আসেন। পরবর্তীতে গরুর প্রকৃত মালিক কামাল উদ্দীনকে সংবাদ দিলে তিনি থানায় আসিয়া তাহার গরু সনাক্ত করেন।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈনউদ্দীন ৩ গরু চোরকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামী, গাড়ী ও উদ্ধারকৃত গরুগুলো পরশুরাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হইয়াছে। উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে পরশুরাম থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(এনকে/এসপি/এপ্রিল ১০, ২০২২)