হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের এগিয়ে চলছে পুরোদমে। আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রীর এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। ৪ বছর ধরে কাজ চললেও এখনও ভূমি অধিগ্রহণের টাকা পায়নি ক্ষতিগ্রস্তরা।

ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এই টাকা প্রদানে টালবাহানা করছেন বলে অভিযোগ তাদের। অবিলম্বে টাকা প্রদানের দাবিতে শনিবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্থ ভূমিমালিকরা। ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন প্লান্ট এলাকায় এ মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবারের শতাধিক লোকজন অংশ নেন।

এ সময় তারা বলেন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রুহুল আমিন বিভিন্ন ভাবে তাদেরকে হয়রানি করছেন। সরাসরি ঘুষও দাবি করছেন তিনি। দিনের পর দিন তিনি বিষয়টি মিমাংসা না করে তাদেরকে হয়রানি করছেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে ক্ষতিপূরণের টাকা না পেলে তারা মহাসড়ক অবরোধসহ নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার হুমকি দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন রফিক মিয়া, আব্দুর রশিদ, রেহানা আক্তার ও নিজাম উদ্দিন।

(পিডিএস/এটিআর/সেপ্টেম্বর ২৭, ২০১৪)