ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দে বাঁশ কাটতে গিয়ে বাঁশের ঝার থেকে মাটিতে পড়ে গিয়ে ঠান্ডু মন্ডল (৭২) নামে এক বৃদ্ধ শ্রমিক নিহত হয়েছেন। 

আজ সোমবার (১১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার দশসিকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঠান্ডু মন্ডল ওই গ্রামের মৃত মফিজ উদ্দিন মন্ডলের ছেলে।

কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) সখাওয়াত হোসেন ঘটনাস্থল থেকে জানান, ওই বৃদ্ধ ঠান্ডু মন্ডল দিনমজুরের কাজ করতেন। তিনি দুপুরের দিকে একই গ্রামের খলিলুর রহমানের বাঁশঝারে উঠে বাঁশ কাটছিলেন। হঠাৎ ঝার থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। কোন অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(আই/এসপি/এপ্রিল ১১, ২০২২)