রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক-শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বৃদ্ধির জন্য একটি নতুন বাস উদ্বোধন করা হয়েছে । শনিবার প্রশাসন ভবনের সামনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাসটির যাত্রা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। ৫২ আসনবিশিষ্ট এই বাসটি সংগ্রহে ব্যয় হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, জীব ও ভূবিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. আব্দুল লতিফ, শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ প্রফেসর মো. আসাবুল হক, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মো. সাইয়েদুজ্জামান প্রমুখ ।


(ইএইচএস/এসসি/সেপ্টেম্বর২৭,২০১৪)